সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারও অস্ত্রধারী আনসার সদস্য সঙ্গে নিয়ে চলা ফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) 'ব্যাক্কলের মতো ঘুরে'।
আজ রোববার জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এ দাবি জানান।
চুন্নু বলেন, সংসদ সদস্যদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী তা জানতে চেয়ে, বলতে বলতে মইন উদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছেন। সেটা করতে পারেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান।