ঠাকুরগাঁওয়ে ধরা পড়া নীলগাইটি মারা গেল
বাংলাদেশে বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণি নীলগাই। একসময় রংপুর ও দিনাজপুর এলাকার দিকে দেখা গেলেও বর্তমানে তা বিলুপ্তির পথে। শুক্রবার বিকালে ভারত থেকে আসা ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রামে পুরুষ নীলগাই দেখা যায়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের এসআই আবু ইসাসহ আশপাশের লোকজনকে নিয়ে সেটিকে ধরার চেষ্টা করলে নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।
নীলগাই আটক হওয়ার খবর পেয়ে স্থানীয় কারিগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে আটক নীলগাইটিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। মিনাপুর এলাকার সাফি বলেন, নীলগাইটিকে ধরার জন্য পুলিশসহ আমরা ধাওয়া করি। কিন্তু কোনভাবে নীলগাইটি ধরা যাচ্ছিল না। এতে বিভিন্ন স্থানে সে আঘাত পায়। অনেক দৌড়ার পরে অবশেষে ধরতে পারি এবং বিজিবির কাছে নীলগাইটি হস্তান্তর করি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
জাগো নিউজ ২৪
| বেনাপোল, যশোর
১০ মাস আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে