গবেষণার ফলাফল ১২: অ্যান্টিবায়োটিক এক জীবাণুতে অকার্যকর
প্রথম আলো
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০৮:৩৭
অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহারের ফলে বিভিন্ন রোগের জন্য দায়ী ‘ইকোলাই’ ব্যাকটেরিয়া অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, কোনো কোনো অ্যান্টিবায়োটিক ৯৮ ভাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করতে পারছে না। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের করা এই সাম্প্রতিক গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার-এর ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ। গবেষণায় ১২টি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দেখা হয়।