কাউন্সিলর সোহেল হত্যা: আরও এক আসামি গ্রেফতার
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় মাসুদ (৩৯) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ কাউন্সিলর সোহেল হত্যা মামলার ৯ নম্বর আসামি।
তিনি কুমিল্লা মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের সাংরাইশ এলাকার মঞ্জিল মিয়ার ছেলে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। .এদিকে ঘটনার পরদিন মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর আগে