কাটাখালীর মেয়র আব্বাসকে বহিষ্কার, গ্রেপ্তার দাবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার পর রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে কাটাখালী পৌরসভার টানা দুইবারের মেয়র আব্বাস আলী দলের পৌর কমিটিরও আহ্বায়ক।