![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/11/24/ex-mp_momin_24nov21.jpg?itok=Bz-ZHQOp×tamp=1637733140)
মানবতাবিরোধী অপরাধে সাবেক সংসদ সদস্য মোমিনের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। প্রসিকিউটর রাজিয়া সুলতানা চমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার জন্য গত ২২ নভেম্বর ট্রাইব্যুনাল আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। গত ৩১ অক্টোবর মোমিনের বিরুদ্ধে শুনানি শেষ হয়। ২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।