নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশনা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ১১:৩২

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব নদ-নদীর তালিকা, বিভাগওয়ারি দখলদারদের তালিকা ও নদী দখলমুক্ত করতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। গত রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিটের শুনানিকালে এসব নির্দেশনা দেন। আমরা উচ্চ আদালতের এ নির্দেশনাকে স্বাগত জানাই।


রিটে উত্থাপিত তথ্যে বলা হয়েছে, নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে গরমিল আছে। নদী রক্ষা কমিশনের তথ্য অনুযায়ী নদীর সংখ্যা ৭৭০-এর বেশি। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, দেশে মোট নদী আছে ৪৯৬টি। পানি উন্নয়ন বোর্ড প্রকাশিত বাংলাদেশের নদ-নদী পুস্তিকায় ৪০৫টি নদীর পরিচয় পাওয়া যায়। অন্যদিকে ম. ইনামুল হকের গবেষণায় ১ হাজার ১৮২টি নদীর উল্লেখ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও