কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বারবার সড়ক অবরোধে শিক্ষার্থীরা, সুরাহা নেই

প্রথম আলো ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৮:৪৮

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাসের ব্যবস্থা কার্যকরের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর সড়ক অবরোধ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যদিও বিষয়টি সুরাহার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।


ঢাকায় গতকাল সোমবারও মোহাম্মদপুর ও সায়েন্সল্যাব মোড় এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। মানুষের ব্যাপক ভোগান্তি হয়।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গতকাল সকাল ১১টার দিকে বিক্ষোভ শুরু করেন মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। শুরুতে তাঁরা কয়েকটি বাসের চাবি কেড়ে নিয়ে সড়ক আটকে অবস্থান নেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ ও লালমাটিয়া মহিলা কলেজের কয়েক শ শিক্ষার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও