![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Facid-bg-20211121220048.jpg)
নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ বখাটেদের
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে সানজিদা আক্তার বিনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। রোববার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
বিনা দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অ্যাসিড নিক্ষেপকারীদের মধ্যে একজনের নাম মুহিন বলে জানা গেছে। তিনি পার্শ্ববর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।