![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/9E4C/production/_121742504_e35f272e-233d-4831-8b7f-ad461c64168f.jpg)
পরীক্ষামূলক উড়ানে সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমানের ‘বিশ্বরেকর্ড’
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০৯:১৩
রোলস-রয়েস বিশ্বাস করে, তাদের তৈরি 'স্পিরিট অব ইনোভেশন' বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দপ্তর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে।
সত্যতা যাচাইয়ের জন্য পরিসংখ্যান বিশ্ব এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে। উইল্টশায়ারের আমেসবারির বসকম্ব ডাউনে গত ১৬ই নভেম্বর পরীক্ষামূলক ফ্লাইটগুলি পরিচালনা করা হয়।