![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252F43f70037-9f50-4ff0-9df3-ed17061a75f9%252FWhatsApp_Image_2021_11_20_at_3_32_17_PM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
‘মুনমুন আপা আমার অভিনয়ের প্রশংসা করলেন’- হিরো আলম
প্রথম আলো
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ২০:৫২
হিরো আলমের নতুন সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের অভিনেত্রী মুনমুন। অনেক আগে থেকেই তাঁদের পরিচয়। তবে এবারই প্রথম ক্যামেরার সামনে মুখোমুখি হলেন তাঁরা।
আজ থেকে শুরু হয়েছে তাঁদের ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমার শুটিং। শুটিং শুরু হয়েছে সকাল থেকে। হিরো আলম বলেন, ‘মুনমুন আপা অনেক সিনিয়র অভিনয়শিল্পী। তাঁর সঙ্গে শুটিং করার পর আপা বললেন, “আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।” আপার কথাগুলো ভালো লেগেছে। নতুন–পুরোনো মিলে আমরা ছবি করছি। ছবিটাও দর্শকদের ভালো লাগবে।’