দূষণে ধুঁকছে দিল্লি, ঢাকার পরিস্থিতিও শঙ্কার
দিনের বেলা আকাশে মেঘ নেই। নেই কুয়াশাও। অথচ সূর্যের দেখা মিলছে না। পাশের দেশ ভারতের রাজধানী দিল্লির আকাশ এখন আবছা অন্ধকারে ঢাকা। দূষণে ছেয়ে গেছে পুরো শহর। যেন অন্ধকার জনপদে রূপ নিয়েছে।
এর আগেও দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিশ্বের অন্যতম জনবহুল এই শহর। এবার অবস্থা আরও ভয়াবহ। কূল মিলছে না। স্কুল-কলেজ বন্ধ। ৫০ শতাংশ মানুষ অফিস করতে পারছেন। বাকিদের ঘরে থেকে কাজ সারতে বলা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকারও।