ডা. সাবরিনার জামিন কত দূর, কেমন আছেন কারাগারে?
                        
                            ঢাকা টাইমস
                        
                        
                        
                         প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০৮:২৬
                        
                    
                প্রতারণা ও জালিয়াতির দুই মামলায় গ্রেপ্তার ডা. সাবরিনা চৌধুরী এখন কাশিমপুর মহিলা কারাগারে অন্তরীণ। যদিও এক মামলায় তার জামিন আবেদন মঞ্জুর হয়ে আছে বছর খানেক আগে, কিন্তু অন্য মামলায় আটকে আছেন কারাগারে। সেখানে কেমন কাটছে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জন এবং জুবেদা হেলথ কেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর?