অস্ত্র চোরাকারবারিদের নজরে নির্বাচন ও রোহিঙ্গা ক্যাম্প
একটি বহুজাতিক সিন্ডিকেট গত ৪ বছর ধরে ভারত ও মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত। এই অবৈধ অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতা হিসেবে তাদের লক্ষ্য হয় নির্বাচনে সহিংসতাকারী ও রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা। এমনটিই জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। পুরনো চোরাকারবারি রুটের পাশাপাশি এই সিন্ডিকেট নতুন কিছু রুট ব্যবহার করছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ২০১৮ সালে এ বিষয়ে জানতে পারে।
অন্তত ৩ জন অনুমোদিত অস্ত্র ব্যবসায়ী এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন এবং ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর কিছু সদস্য বাহক হিসেবে কাজ করছেন। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠীর এই সদস্যদের কাছে বাংলাদেশ ও ভারতের জাতীয় পরিচয়পত্র আছে।