রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে যেসব কারণে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে ১ হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১ হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন। গত বছর একই সময়ে ১ হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১ হাজার ২৬ জন। এ হিসাবে গত ১০ মাসে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৭১ দশমিক ৩৫ শতাংশ।