ডিআরইউ নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে এই খসড়া তালিকা প্রকাশ করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতির একটি পদের জন্য খসড়া তালিকায় রয়েছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা ও সৈয়দ শুকুর আলী শুভ।