কেন্দ্রের সঙ্গে তাল মেলাতে পারছে না সঞ্চালন লাইন
দেশে যে গতিতে বেজলোড (স্থায়ী) বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে আসছে, সেই গতিতে এগুচ্ছে না সঞ্চালন লাইন। পায়রা বিদ্যুৎকেন্দ্রের পর একই শঙ্কায় পড়তে যাচ্ছে আরও কিছু কেন্দ্র। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এতে, চালুর পরও দিনের পর দিন বসে থাকতে হবে বড় কেন্দ্রগুলোকে।
সরকার দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সংকটের সমাধানে দেশে বড় ও জ্বালানি সাশ্রয়ী বেজলোড বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পায়রা, মাতারবাড়ী, রূপপুর ও রামপালে এ ধরনের মেগা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। সবগুলোই এক হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।