You have reached your daily news limit

Please log in to continue


সংসদীয় অংশীদারিত্ব জোরদার করতে হবে

বিশ্বায়নের নতুন যুগে বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্বব্যাপী সংসদগুলোকে সংসদীয় অংশীদারিত্ব জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার কম্বোডিয়ায় অনুষ্ঠিত ‘একাদশ এশিয়া-ইউরোপ পার্টনারশিপ পার্লামেন্টারি মিটিং (আসেপ-১১)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নমূলক বিশ্ব নিশ্চিত করা যাবে। সকল দেশের মাঝে শক্তিশালী নেটওয়ার্ক এবং সংযোগ গড়ে তুলতে হবে। সংলাপ ও মতবিনিময়ের জন্য সংসদ প্লাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে এবং জনগণ কেন্দ্রিক শাসন নিশ্চিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন