![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F16%2Ftripuraa_20.jpg%3Fitok%3Dmi5Ys0Sj%26timestamp%3D1637064515)
‘আমার নির্বাচন পারপাসে মারা গেলে ১০ লাখ টাকা, চিকিৎসা খরচ ফ্রি’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বলেছেন, 'নির্বাচন পারপাসে একজন লোক মারা যেতে পারে। কর্মীদের লিস্ট আছে। আমার নির্বাচন করতে গিয়ে কর্মীদের কেউ মারা গেলে ১০ লাখ টাকা দেওয়া হবে। যদি মারামারি করে মেডিকেল ভর্তি থাকেন তাহলে সম্পূর্ণ খরচ আমি বহন করব।'
আগামী ২৩ ডিসেম্বর সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সাইফুল ইসলাম বিভিন্ন নির্বাচনী সভায় এমন বক্তব্য দিচ্ছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে