কী কারণে বাস বন্ধ জানেন না অধিকাংশ যাত্রী
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ১৭:৫৫
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসসহ ডিজেলচালিত সব যানবাহনের ভাড়া বাড়িয়েছে সরকার। যদিও ভাড়া বৃদ্ধির এ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই সাধারণ যাত্রীদের অভিযোগ ছিল। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ার পর থেকেই সিনজিচালিত সব যানবাহনও বাড়তি ভাড়া আদায় করছিল। এ নিয়ে প্রত্যেক দিন বাসে অপ্রীতিকর ঘটনা ঘটে।
এদিকে বাড়তি ভাড়া আদায় নিয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মিরপুরে বাগবিতণ্ডায় জড়ান যাত্রী ও চালকরা। এরই জেরে দুপুর ২টার পর থেকে মিরপুর এলাকায় সব বাস চলাচল বন্ধ করে দেন চালকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।