খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি মির্জা ফখরুলের
খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব সরকারের প্রতি এই দাবি জানান।
তিনি বলেন, 'আজকে যখন অসুস্থ অবস্থায় তিনি (খালেদা জিয়া) হাসপাতালে আছেন তখন আমরা পত্রিকায় দেখছি পরিবারের পক্ষ থেকে আবারো আবেদন করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা করতে সুযোগ দেওয়া হোক।'
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। দয়া করে আপনারা মানবতার স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার সুযোগ করে দেন।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে