বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর নতুন টোল আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে না: সেতু সচিব
বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর নতুন টোল হার আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে না।
আজ সোমবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ব্যয় যোগাতে গত ২ নভেম্বর এ ২ সেতুর টোল হার বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় সেতু বিভাগ। মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন টোল হার কার্যকর হবে বলে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায় সেতু কর্তৃপক্ষ।
তবে সেতু বিভাগের সচিব আবু বকর সিদ্দিক ডেইলি স্টারকে বলেন, 'প্রস্তুতি শেষ না হওয়ায় আজ রাত থেকে নতুন টোল কার্যকর করা যাচ্ছে না। ৩-৪ দিনের মধ্যে নতুন টোল নেওয়া শুরু হতে পারে।'
- ট্যাগ:
- বাংলাদেশ
- অতিরিক্ত টোল আদায়
- টোল আদায়