![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F15%2F117250525_840161976390099_1635401275640711499_o.jpg%3Fitok%3Due8Vvpwd%26timestamp%3D1636964918)
দুস্থ চা শ্রমিকদের অনুদানে ভাগ বসালেন ‘ধনী বাবুরা’
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের প্রধান টিলা ক্লার্ক নিয়ামুল হোসেন চকদার। বাগান কর্তৃপক্ষের দক্ষ ও পুরাতন কর্মী তিনি। শত শত চা শ্রমিক তার নির্দেশে কাজ করেন। চা বাগানে যেকোনো সিদ্ধান্তে তার মতামত প্রয়োজন হয়।
একজন ধনী ব্যক্তি হিসেবেই পরিচিত নিয়ামুল হোসেন চকদারের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায়। সেখানে তার দোকান আছে। মাসিক আয় বেশ।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সর্বোচ্চ দুঃস্থ চা শ্রমিকদের সঙ্গে আছে নিয়ামুল হোসেন চকদারের নাম। সরকারি তালিকায় তার ক্রমিক নম্বর ২৭৯। তিনি উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ৫ হাজার টাকা নগদ সহায়তা পান।