ভারতে এবার গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ১৩:৪৪
ভারতে এবার গরুর জন্য চালু হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা। দেশের প্রথম রাজ্য হিসেবে বিজেপি শাসিত উত্তর প্রদেশে এই সেবা চালু হচ্ছে। রবিবার রাজ্যের দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্যবিষয়ক মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মন্ত্রী বলেন, গুরুতর রোগে আক্রান্ত গরুগুলোকে এই পরিষেবা দেওয়া হবে। এজন্য ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এতে করে গুরুতর অসুস্থ গরুগুলোর দ্রুত চিকিৎসা লাভ সহজ হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গরু
- সেবা খাত
- অ্যাম্বুলেন্স