সিনহা হত্যা মামলা, সপ্তম ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত সপ্তম ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সোয়া ১০টার দিকে ৬০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। এ সাক্ষ্যগ্রহণ চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে যথা নিয়মে বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আাদালতে হাজির করা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, সপ্তম ধাপে ৬০তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়েছে। আজ ছয়জন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছে। নির্ধারিত দিনে এসব সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ করা হবে। এ মামলায় এক থেকে ষষ্ঠ ধাপে ৫৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে