![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/11/14/113516khola.jpg)
কপ-২৬: নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি সম্পন্ন
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ শীর্ষ সম্মেলনে বিপজ্জনক জলবায়ু পরিবর্তন রোধের চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানি কয়লার ব্যবহার কমানোর পরিকল্পনা রয়েছে এই চুক্তিতে। খবর বিবিসির।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, চূড়ান্ত চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আরও অর্থ সহায়তার অঙ্গীকার করা হয়েছে। যদিও এসব প্রতিশ্রুতি তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জন্য পর্যাপ্ত নয়।