জেএসসি পরীক্ষা থাকবে না, মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে: শিক্ষামন্ত্রী
নতুন পদ্ধতি চালু হলে জেএসসি পরীক্ষা থাকবে না। তবে শিক্ষার্থীদের উত্তীর্ণের মূল্যায়ন ভিন্ন পদ্ধতিতে করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড.দীপু মনি।
আজ (১৪ নভেম্বর) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ দেড় বছর এটিই কোন পাবিলক পরীক্ষা। করোনার অতিমারির বিবেচনায় এবার সিলেবাসে আনা হয়েছে সংক্ষিপ্ততা। যা শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়েছে।