প্রসাধনীর সাম্রাজ্য গড়ে সেরা ধনীর তালিকায় ফাল্গুনী
প্রথম আলো
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ১১:০১
ব্যাংকে কাজ করেছেন ১৮ বছর। হঠাৎই একদিন সেই দায়িত্ব ছেড়ে ফ্যাশন ও সৌন্দর্যপণ্যের অনলাইন বিপণি তৈরির সিদ্ধান্ত নিলেন। ২০১২ সালে শুরু করে দিলেন নতুন ব্যবসা। তখনো স্থানীয় দোকান থেকে প্রসাধনসামগ্রী কেনায় অভ্যস্ত ছিলেন বেশির ভাগ ভারতীয়। তবে অনলাইন শপিংয়ের ব্যাপারেও অল্পস্বল্প জানাশোনা ছিল তাঁদের। আর এমন একটা সময়েই প্রসাধনসামগ্রীর ই-কমার্স সাইট ‘নায়কা’ শুরু করেন ফাল্গুনী নায়ার। চলতি মাসে নায়কা শেয়ারবাজারে আসে। এসেই বাজিমাত। কোম্পানির অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলারের কাছাকাছি। আর এর মধ্য দিয়ে নিজের একক কৃতিত্বে বিশ্বের সেরা ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ফাল্গুনী। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ৫৮ বছর বয়সী সাবেক এই ব্যাংকার এখন ভারতের অন্যতম স্বপ্রতিষ্ঠিত ধনী নারী।