You have reached your daily news limit

Please log in to continue


জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব এখন নেই: কামাল

নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যে জোট গড়েছিলেন, সেই জাতীয় ঐক্যফ্রন্ট এখন আর নেই বলে জানালেন গণফোরাম সভাপতি কামাল হোসেন। তবে এই জোটের পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে এই নিষ্ক্রিয় এই জোট নিয়ে বিএনপি কিংবা শরিক দলগুলোর অন্য নেতাদের স্পষ্ট বক্তব্য না আসার মধ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে কামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্ব রয়েছে কি না- প্রশ্নে গণফোরাম সভাপতি প্রথমে বলেন, “এটা নিয়ে আমরা বসব, আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব।”

পরক্ষণেই তিনি বলেন, “এই মুহূর্তে এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু একটি সম্ভাবনা তো আছে। আবার পুনঃজাগরণের সম্ভাবনা আছে। নতুন করে ঐক্যবদ্ধ কিছু একটা করার অবশ্যই সম্ভাবনা আছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন