করোনার খাওয়ার ওষুধ মলনুপিরাভিরকে ‘গেমচেঞ্জার’ বলেছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, করোনা নিরাময়ে যে ওষুধটির জন্য চিকিৎসকেরা অপেক্ষা করেছিলেন, তার অভাব পূরণ করবে মলনুপিরাভির। এটা পরিস্থিতি পাল্টাতে সহায়তা করবে। ওষুধটি বাংলাদেশের বাজারে আনার জন্য তাঁরা ওষুধ কোম্পানি এসকেএফকে ধন্যবাদ জানান।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে চিকিৎসকেরা এ কথা বলেন। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলে