কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৭ কোটি টাকার শুল্ক ফাঁকি, চীনা প্রতিষ্ঠানকে চট্টগ্রাম কাস্টমসের ছাড়

ডেইলি স্টার চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্তৃপক্ষ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ১৬:৩১

সরকারি প্রকল্পের জন্য নির্মাণ সামগ্রী আমদানির সময় ১৬ কোটি ৯২ লাখ টাকার শুল্ককর ফাঁকি দিলেও চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) কোনো জরিমানা করেনি চট্টগ্রাম কাস্টম হাউজ কর্তৃপক্ষ।


২০০ থেকে ৪০০ শতাংশ কর ফাঁকির জন্য জরিমানা করার বদলে কাস্টমস কর্তৃপক্ষ চীনা শীর্ষস্থানীয় এ প্রতিষ্ঠানকে কেবল ফাঁকি দেওয়া শুল্ক প্রদানের অনুমতি দিয়েছে।


চলতি বছরের জানুয়ারিতে এক নিরীক্ষায় (অডিট) চট্টগ্রাম কাস্টমস জানতে পারে, সিআরবিসি ২০১৯ সালে ৬টি চালানে ২২ হাজার ৪৫০ টন প্রিটেনশনড স্প্যান হাই স্ট্রেন্থ কংক্রিট (পিএইচসি) পাইল আমদানি করেছে। তবে এর জন্য ২১ কোটি ৬৪ লাখ টাকা কর দেওয়ার কথা থাকলেও তারা মাত্র ৪ কোটি ৭২ লাখ টাকা কর দিয়েছে। এসব চালান আমদানি করা হয়েছিল চট্টগ্রাম বন্দরের অর্থায়নে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও