ঢাকায় মুখোমুখি ভারত-পাকিস্তান

ডেইলি বাংলাদেশ বিসিবি কার্যালয় প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১২:১৫

ছয়টি দেশের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকা-২০২১’।  এ প্রতিযোগিতার ফিকশ্চার চূড়ান্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন। কুয়ালালামপুরে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। পরের দিন জিমিদের ম্যাচ ভারতের বিপক্ষে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।  ভারত-পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। আর এমন লড়াই যদি মাঠে বসে উপভোগ করার সুযোগ এসেছে বাংলাদেশের খেলাপ্রেমী মানুষের সামনে।  ১৬ ডিসেম্বর মুখোমুখি হবে বিশ্ব হকির দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।  ১৭ ডিসেম্বর বাংলাদেশের খেলা নেই। ১৮ ডিসেম্বর জাপান এবং ১৯ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।  রাউন্ড রবিন লিগের শীর্ষ দুই পয়েন্টধারী দল ২১ ডিসেম্বর সেমিফাইনাল খেলবে। ওই দিনই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।  ২২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও