কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নরসিংদীতে কেন এত সহিংসতা

প্রথম আলো নরসিংদী সদর প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ১০:১৪

দ্বিতীয় ধাপে দেশের ৮৩৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার সবচেয়ে সহিংস ছিল নরসিংদী। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন তিনজনসহ দুই উপজেলার তিন ইউনিয়নে সহিংসতায় নয়জন নিহত হয়েছেন। নির্বাচন ঘিরে যে উৎসবমুখর পরিবেশ থাকার কথা, সেটা ছাপিয়ে হঠাৎ এই জেলায় সহিংসতা কেন বাড়ল, সেটা নিয়ে আলোচনা চলছে।


স্থানীয় লোকজন, রাজনীতিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করা, চরাঞ্চলের যোগাযোগব্যবস্থা খুব একটা ভালো না থাকায় পুলিশের কম নজরদারি, অবৈধ অস্ত্র সহজলভ্য হওয়া এমন সহিংসতার অন্যতম কারণ। গত ১০ বছরে আধিপত্য বিস্তারের নামে নরসিংদীর চরাঞ্চলগুলোতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক হাজার। বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে কয়েক শ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও