অক্সিজেনের নল খুলে শিক্ষার্থীর মৃত্যুর দায়ে অভিযুক্ত সেই ওয়ার্ডবয় গ্রেপ্তার
ডেইলি স্টার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৯:৪৫
চাঞ্চল্যকর ও আলোচিত '৫০ টাকা কম বকশিস পেয়ে অক্সিজেন নল খুলে নেওয়ায় স্কুলছাত্রের মৃত্যু'র ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অভিযুক্ত ওয়ার্ডবয় ধলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার র্যাবের মিডিয়া পরিচালক খন্দকার আল মঈন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় ঢাকায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে বলেও জানান তিনি।
গতকাল ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, শজিমেক হাসপাতালের কর্মচারী বকশিস চেয়েছিলেন ২০০ টাকা। রোগীর দরিদ্র বাবা দিতে পেরেছিলেন ১৫০ টাকা। এতেই খেপে গিয়ে রোগীর অক্সিজেনের নল খুলে দেন সেই কর্মচারী। ফলে ঘটনাস্থলেই মারা যায় ১৮ বছরের এক স্কুলছাত্র।