খ্রিষ্টান-বৌদ্ধ: সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় নেই কবরস্থান-শ্মশান
প্রায় ২ কোটি মানুষের শহর ঢাকা। এখানে প্রায় ২ লাখ মানুষ খ্রিষ্টান সম্প্রদায়ের এবং প্রায় ৩০ হাজার মানুষ বৌদ্ধ সম্প্রদায়ের। মৃত্যুর পর রাজধানীতে বসবাসকারী এই মানুষগুলোর সৎকারে নেই সরকারি কোনো ব্যবস্থা। নিজস্ব ব্যবস্থাপনায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ মরদেহ সমাহিত করেন। আর বৌদ্ধদের মরদেহ দাহ করা হয় সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানে। সরকারিভাবে তাদের জন্য কবরস্থান ও শ্মশান নির্মাণের দাবি তাদের দীর্ঘদিনের। কিন্তু এ দাবি বাস্তবায়নের নেই কোনো উদ্যোগ।
এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সারাদেশেই খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জন্য কবরস্থান ও শ্মশান করার পরিকল্পনা আমাদের রয়েছে। যার জন্য ইতোমধ্যে আলোচনা শুরু করেছি। এর জন্য জেলা প্রশাসকদের সরকারি খাস জমি খোঁজারও নির্দেশনা দেওয়া হয়েছে।'
ঢাকা শহরের বিষয়ে তিনি বলেন, 'ঢাকার ক্ষেত্রেও আমাদের একই পরিকল্পনা রয়েছে। যদি সরকারি খাস জমি পাওয়া যায়, তাহলে আমরা কবরস্থান ও শ্মশান করবো।'