কটিয়াদীতে বনের বানর এখন শিকলবন্দী
এক সময় কিশোরগঞ্জের কটিয়াদীতে বানরের বিচরণ ছিল। কিন্তু এখন একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বানর। বনায়ন না থাকা ও অনুকূল পরিবেশ, খাদ্যের অভাবে হারিয়ে গেছে বানর। এখন যাও কিছু রয়েছে তা শুধু পালিত। বিনোদন ও বানর খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেওয়া হয়। একসময় যে বানর ছিল গাছগাছালিতে। কালের বিবর্তনে আজ হাতেগোনা কিছু বানর আছে তাও শিকলবন্দী বা খাঁচার মধ্যে।
সম্প্রতি কিছু বানর দেখা যায়, তাও খেলা দেখিয়ে মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে এসব বানর নিয়ে বানর খেলা দেখানো হয়। ছোট ছেলে মেয়েরা বানর খেলা দেখে অট্টহাসিতে মেতে উঠে। করতালি দিয়ে অভিবাদন জানায়। কেউ কেউ কলা রুটি মুড়ি দেয় বানরকে খাওয়ার জন্য। এভাবেই কিছু টিকে আছে।