ঝিনাইদহে নিখোঁজের ১০ দিন পর কৃষকের লাশ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজের ১০ পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম মিজানুর রহমান মিঠু। তিনি শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত ১ নভেম্বর রাতে বাড়ি থেকে স্থানীয় জয়বাংলা বাজারে যাওয়ার জন্য বের হন মিঠু। সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ বিষয়ে তার স্ত্রী গত ৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ বুধবার সকালে গ্রামের একটি মেহগনি বাগানে বস্তাবন্দি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে