‘উন্নয়নের মহাসড়কে কয়রা’
নির্বাচনি এলাকা কয়রা-পাইকগাছা উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি বুধবার দুপুরে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের বদ্ধ ঘোষখালী নদীর ওপর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ মন্তব্য করেন।
এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে সাংসদ বাবু বলেন, কয়রা-পাইকগাছা উন্নয়নে মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনি এলাকার দুই উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। অনেক বড় প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বেতগ্রাম থেকে পাইকগাছা হয়ে কয়রা পর্যন্ত প্রধান সড়কের ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। শালিকা থেকে আমাদী পর্যন্ত ২১০ কোটি টাকা ব্যয়ে নদী খনন করা হচ্ছে।