কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গুতে ১০ দিনে ১৪১০ রোগী ভর্তি

বাংলা ট্রিবিউন স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ২২:০১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এরমধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৬ জন। নভেম্বর মাসে আজ (বুধবার) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১০ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।


স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৪৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৫৩৭ জন, আর বাকি ১১২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩২০ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও