চিলমারী নদীবন্দর রেল সংযোগহীন কেন
চট্টগ্রাম বন্দর কি খুলনায় প্রতিষ্ঠা করা সম্ভব? চিলমারী বন্দরের ক্ষেত্রে তা–ই হচ্ছে। বন্দরের নাম চিলমারী কিন্তু তা হচ্ছে রৌমারী-রাজীবপুরে। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কুড়িগ্রামের একটি স্টেশনে থামে, আর রংপুরে থামে তিন থেকে চারটি স্টেশনে। দীর্ঘ করোনাকালে চিলমারী বন্দর পর্যন্ত আন্তনগর ট্রেনটি আসেনি। ট্রেনটিতে কুড়িগ্রামবাসীর জন্য যা আসন, রংপুরবাসীর জন্য তার চেয়ে প্রায় তিন গুণ।
বাংলাদেশের প্রথম সীমান্ত হাট রাজীবপুরে এবং চাহিদা থাকা সত্ত্বেও এর আকার বাড়েনি। উল্টো দুই বছর ধরে বন্ধ আছে। এ কারণে কর্মহীন লোকেরা চোরাচালানে যুক্ত হলে দোষ কাকে দেওয়া যায়? একটা সীমান্ত হাটে দু-তিন হাজার পরিবারের জীবিকা সরাসরি যুক্ত। কুড়িগ্রাম কেন দারিদ্র্যের শীর্ষে থাকার হ্যাটট্রিক করে, এর উত্তর এখানেও আছে। ১ শতাংশের কম দারিদ্র্য নিয়ে আয়ে শীর্ষে নারায়ণগঞ্জ। কেন, তা জানতে চাইলে বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, এটি একটি শিল্প এলাকা, যেখানে রয়েছে নানা ধরনের কলকারখানা। এ কারণে সেখানে আয়ের উৎস বেশি।
- ট্যাগ:
- মতামত
- ট্রেন চলাচল
- রেল সংযোগ
- করোনা পরিস্থিতি