করোনার টিকাদান: স্কুলশিক্ষার্থীদের আনন্দ, আছে ভোগান্তিও
লম্বা লাইন, টিকা কেন্দ্রের অব্যবস্থাপনা এবং নিবন্ধন প্রক্রিয়ার নানা ধরনের জটিলতার কারণে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগে উৎসাহ ও উদ্দীপনা কমেছে।
ধানমন্ডির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আখতার দ্য ডেইলি স্টারকে গতকাল বলেন, 'ভ্যাকসিন নেওয়ার জন্য আমাদেরকে প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে।' লামিয়ার মতো আরও অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা অব্যবস্থাপনার অভিযোগ এনেছেন। তারা টিকা কেন্দ্র বাড়ানোরও দাবি জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) দেওয়া তথ্য অনুযায়ী, ভ্যাকসিন নিবন্ধনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়সী ৪ লাখ শিক্ষার্থীর তালিকা পাঠানো হয়েছিল। ঢাকার স্কুলগুলোতে অধ্যয়নরত এই শিক্ষার্থীদের মধ্যে আড়াই লাখের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।