![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fflood-20211110111509.jpg)
তামিলনাড়ুতে বন্যায় মৃত্যু বেড়ে ৫, সতর্কতা জারি
ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১০ নভেম্বর ও আগামীকাল বৃহস্পতিবার ( ১১ নভেম্বর) তামিল নাড়ুর চেন্নাইসহ ২০ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
জানা গেছে, তামিলনাড়ুতে বন্যাজনিত কারণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ৫৩০টির বেশি ঘর বিধ্বস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১৭শ মানুষকে।