![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F419ff473-3189-4d34-ba99-3e8c0a2b6a77%252Fchild.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
মায়ের কোল খালি করে চলে গেল পাঁচ নবজাতকই
কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের সবাই মারা গেছে, যার মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে। জন্মের ২৪ ঘণ্টার মধ্যে তিনটি মেয়ে ও ছেলেশিশুটি মারা গিয়েছিল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে (স্ক্যানু) চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মেয়েশিশুটি মারা যায়। হাসপাতালের স্ক্যানু ওয়ার্ডে দায়িত্বরত নার্স নিলুফা খাতুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।