কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ছাত্র রাজনীতির সোনালি অতীত

সমকাল গাজী মিজানুর রহমান প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২১, ১২:২১

এ দেশে এমন একটা সময় ছিল, যখন মা-বাবা জানতেন, তাদের ছেলেমেয়ের রাজনীতিতে নাম লেখানো মানে নিজের খেয়ে পরের ঘরে বাতি জ্বালানো। রাজনীতি মানে, গরিব-দুঃখীর সঙ্গে এক ফ্লোরে বসে খাওয়া। কার ছেলে মাধ্যমিক পরীক্ষা পাস করে আর কলেজে পড়ার টাকা পাচ্ছে না; কার মেয়ের বিয়ের টাকা জোগাড় হচ্ছে না; কার ঘর ঝড়ে পড়ে গেছে- এসব দেখে দশজন মানুষ জোগাড় করে তাদের সাহায্য করা।


তখনকার দিনে ছাত্র-রাজনীতিকরা এমন একজনকে আদর্শ মেনে নিয়ে রাজপথে নামত, যিনি সাধারণ পোশাক পরে মঞ্চে উঠলে গগনবিদারী চিৎকার উঠত- আমার ভাই, তোমার ভাই ...! আর এই খুদে রাজনীতিকরা ভবিষ্যতে এ রকম 'আমার ভাই, তোমার ভাই' স্লোগান শোনা এবং ভবিষ্যতে বৃহৎ এক সামাজিক দায়িত্ব পালনের কর্তৃত্ব অর্জনের নেশায় রাজনীতির খাতায় নাম লেখাত। ভালো চাকরির হাতছানি বিসর্জন দিয়ে সে সময়ের অনেক ছাত্রনেতা রাজনীতি করতেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও