![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2021/Sep/25/1632558382405.jpg&path=/uploads/news/2021/Nov/09/1636419297167.jpg&width=600&height=315&top=271)
রাজধানীতে শীতের আমেজ, জমে উঠছে হকার্স
শুরু হয়েছে শীতের আমেজ। শীতের সাথে নিবিড় সম্পর্ক হলো শীতের পোশাকের সাথে। আর এই সময়টাতে রাজধানীর নিউমার্কেটসহ পুরো ঢাকা যেন থাকে শীতের পোশাকের দখলে। নতুন-পুরানো শীতের পোশাকের জন্য ভীড় জমে মধ্যবিত্ত থেকে শুরু সব শ্রেণীর লোকদের।
রাজধানীর নিউমার্কেট, হকার্সসহ সব জায়গা ধীরে ধীরে দখলে যাচ্ছে শীতের পোশাকের। গতবারে করোনায় হওয়া লস কাটিয়ে উঠতে এবার পূর্ব প্রস্তুতি নিয়েই একটু আগেই শুরু করেছেন শীতের বেচা কেনা। হকার্স ঘুরে দেখা যায়, বিক্রেতারা পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও বাহারি ডিজাইনের সোয়েটার, জ্যাকেট ও চাদর তুলে সাজিয়েছেন দোকান। ক্রেতাও বাড়ছেন ধীরে ধীরে। জমে উঠছে শীতের বাজার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীতের আমেজ
- জমজমাট
- হকার