ঘোষণা দেওয়া হয় গত বছর। আজ সোমবার সকালে পদ্মশ্রী গ্রহণ করলেন কণ্ঠশিল্পী আদনান সামি ও অভিনেত্রী কঙ্গনা রনৌত। সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তাঁরা এ সম্মাননা গ্রহণ করেন।
পদ্মশ্রী ভারতের চতুর্থ বেসামরিক সম্মান। পদক প্রদানের অনুষ্ঠানে কঙ্গনা পরে এসেছিলেন ক্রিম ও সোনালি রঙের শাড়ি। কানে ছিল তাঁর সব সময়ের পছন্দের ঝুমকা। অন্যদিকে আদনান সামিকে দেখা গেছে কালো শেরোয়ানিতে। গত বছরের ২৬ জানুয়ারি ঘোষণা হয় পারফরমিং আর্টে বিশেষ অবদান রাখার জন্য কঙ্গনা রনৌত, করণ জোহর ও একতা কাপুর এ সম্মাননা পেতে যাচ্ছেন। কঙ্গনা সম্মাননা নিতে এলেও করণ ও একতাকে আজকের অনুষ্ঠানে দেখা যায়নি।
You have reached your daily news limit
Please log in to continue
পদ্মশ্রী নিলেন আদনান সামি ও কঙ্গনা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন