উপকূল থেকে গ্লাসগোর দূরত্ব কমাবে কে?
শ্যামনগরের গাবুরা থেকে স্কটল্যান্ডের গ্লাসগোর ব্যবধান মুঠোফোনই বলতে পারে। তবে বাস্তব সত্যটা ভালো জানেন, উপকূলের ভুক্তভোগী বাসিন্দারা। গ্লাসগোর সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে ক্ষতিপূরণ আদায় প্রসঙ্গটি। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বে সে দাবি নিয়ে সম্মেলনের শুরুর দিন পথে দাঁড়িয়েছিল আমাদের উপকূলীয় অঞ্চলের কয়েকজন সচেতন মানুষ। প্রশ্ন হচ্ছে, ক্ষতিপূরণ পেলেই কি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত হয়? দায়িত্বপ্রাপ্তরাই যদি পথ ভুল করেন? সেসব কথা বলতে পারেন সাতক্ষীরার শ্যামনগরের দ্বীপ গাবুরা, আশাশুনির প্রতাপনগর এবং দাকোপের সুতারখালীর নামকাওয়াস্তে একটা বিন্দু হয়ে ঝুলে থাকা কালাবগির বাসিন্দারা। সম্প্রতি এসব এলাকা ঘুরে পাওয়া গেল সে কথাই।