![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F11%2F07%2F6e046482dbc87a9b1c9207b1081ee322-6187b95ab4edf.jpg%3Fjadewits_media_id%3D758064)
বাস ধর্মঘট প্রত্যাহার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ১৮:০৬
বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান। বিআরটিএর সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে রবিবার (৭ নভেম্বর) বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আজ থেকেই গাড়ি চলাচল শুরু হবে। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানান এনায়েত উল্লাহ খান। সব জেলা থেকে বাস চলাচল শুরু করার আহ্বান জানান তিনি।