![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F11%2F06%2F65.jpg%3Fitok%3DxiQtgYch%26timestamp%3D1636190597)
‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও দুর্নীতির কারণেই রাতারাতি মূল্য বৃদ্ধি’
ডেইলি স্টার
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ১৬:৪৯
হঠাৎ করেই ডিজেল ও কেরোসিন তেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রভাবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে করে জীবনযাপনে বেগ পেতে হবে সাধারণ মানুষকে।
দাম বৃদ্ধি ও এর প্রভাবসহ সার্বিক বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার টেলিফোনে কথা বলেছে অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর আনু মুহাম্মদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমানের সঙ্গে।