![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fguptill-20211105121930.jpg)
৯৩ করার পথে সাড়ে চার কেজি ওজন হারিয়েছেন গাপটিল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২১, ১২:১৯
বুধবার বিকেলে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ম্যাচটিতে কিউইদের নায়ক ছিলেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। তার ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬ চার ও ৭ ছয়ের মারে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস। যার সুবাদে ১৭২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।